মুক্তিযুদ্ধে দেশের জন্য যারা জীবন দিয়েছে তারাই ছিলো প্রকৃত দেশপ্রেমিক -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

- আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ৪০৮ বার পড়া হয়েছে
ডেস্ক সংবাদঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে “মুক্তিযুদ্ধে শহীদের রুহের মাগফিরাত কামনায়”ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে ডাচ্ বাংলা ব্যাংক চত্বরে সকাল ৯ টায় খতমে কুরাআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জননেতা মাওলানা দ্বীন ইসলাম।
সাধারণ সম্পাদক এইচ এম ফজলুল করীম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা বিল্লাল হোসেন ও সেক্রেটারি মাওলানা আব্দুল্লা আল -ফারুক।
এসময় প্রধান অতিথি মাওলানা দ্বীন ইসলাম বলেন ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যারা জীবন দিয়ে এই লাল সবুজের পতাকা বাংলায় উড্ডায়ন করেছেন তারাই ছিলো প্রকৃত দেশপ্রেমিক, আজকে তাদের রুহের মাগফিরাত এর জন্য কুরআন খতম করে দোয়া করা হবে।
এসময় সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর বলেন বিজয় দিবস আমাদের কাছে যেমন আনন্দের তেমন বেদনার, আমরা এই দিনকে কেন্দ্র করে অপসংকৃতি ঢোল তবলা গান না বাজিয়ে ব্যাতিক্রম আয়োজন পবিত্র কুরআন তেলওয়াত করে তাদের জন্য দোয়ার ব্যবস্থা করেছি,আল্লাহ তাদের কে জান্নাত বাসি করুক,আপনারাও সবাই তাদের জন্য দোয়া করবেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক মুহা আবরারুল করিম,দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ দ্বীন ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা জুয়েল হাসান, কওমী মাদ্রাসা সম্পাদক মুহা সাইফুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহা রহমতুল্লাহ প্রমুখ নেতৃত্ব বৃন্দ।