ময়মনসিংহে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন

- আপডেট সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ৩৮৩ বার পড়া হয়েছে
মোঃইব্রাহিম খলিলঃ স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)
সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস এর সূচনা হয়েছে।
শুক্রবার ভোরে শম্ভুগঞ্জ ব্রীজ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ দিবসের প্রথম শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
এরপর পর্যায়ক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ-সহযোগি সংগঠন, সামাজিক সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকালে রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে কুচকাওয়াচ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শারিরিক কসরত প্রর্দশনে অংশ নেবেন অতিথিরা। এছাড়া দিনব্যাপি মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।