রাজশাহীতে র্যাবের অভিযানে ২৫২ বোতল ফেন্সিডিলসহ আটক-২

- আপডেট সময় : ০১:১৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ৩৯৫ বার পড়া হয়েছে
সোহেল রানাঃ রাজশাহী
রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন বালুরঘাট টাংগন নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ২৫২ বোতল ফেন্সিডিল,১টি মোটরসাইকেল নগদ-২,০০০/-টাকাসহ আসামী নুরুন্নবী সবুজ (২৪),ও রিপন আহম্দে (২৪),কে গ্রেফতার করে।
র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুইজন ব্যক্তি ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোটরসাইকেল যোগে সারদা বাজার হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে আসছে।সংবাদ পাওয়া মাত্রই মহানগরীর কাটাখালী থানাধীন টাংগন বালুরঘাটের সামনে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনার সময় একটি
মোটর সাইকেলসহ দুইজন ব্যক্তিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে কৌশলে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আসামীদের বিরুদ্ধে মাদক আইনে কাটাখালী থানায় মামলা হয়েছে।