শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
রানীরবন্দর বাসীর জন্য সু-খবর

রুবেলঃ চিরির বন্দর প্রতিনিধি (দিনাজপুর )
- আপডেট সময় : ১০:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ৪২৫ বার পড়া হয়েছে
রুবেলঃ চিরির বন্দর প্রতিনিধি (দিনাজপুর )
চিরিরবন্দর রানীরবন্দরে ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানের উদ্দ্যোগ নিয়েছে সরকার, এরই ধারাবাহিকতায় জমি অধিগ্রহণের প্রাথমিক প্রস্তুতি চলছে। চিরিরবন্দর উপজেলার উত্তরে দিনাজপুর দশ মাইল- সৈয়দপুর মহাসড়ক সংলগ্ন অন্যতম ব্যাবসায়িক অঞ্চল হিসাবে সু পরিচিত রানীরবন্দরে নির্মান হবে ফায়ার সার্ভিস ষ্টেশন। রানীরবন্দর বাজার হইতে পশ্চিম পার্শ্বে সম্ভব্য জমি অধিগ্রহণ করা হতে পারে।
দুর্ঘটনা এড়াতে বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহন করেছে।