শরীয়তপুর টু ডামুড্যা মহা সড়কে মটর সাইকেল দূর্ঘটনায় আহত ২

- আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ৫২৯ বার পড়া হয়েছে
আবুআলমঃ শরীয়তপুর প্রতিনিধি
আজ শনি বার বিকাল ৩টার সময় শরীয়তপুর ডামুড্যা- বুড়ির হাট মহা সড়কের মাধ্যবতী সড়কে বেত মোড়া স্থানে দুই মটর সাইকেল মুখামুখি সংঘর্ষে দুই জন আহত হয় ।
দুই জনই ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়ন এড়িকাটি গ্রামের বাসিন্দা (১) জামাল হোসেন মৃধা (৩৫) পিতা:আনিস মৃধা (২) সজল আহম্মেদ (৩০) পিতা:মজিদ। দুই বন্ধু মটর সাইকেল নিয়ে ঘুরতে বাড়ি থেকে বাহির হয়ে সড়কে এলো পাতালী ভাবে মটর সাইকেল চালায় এবং চলতি পথে সজল আহম্মেদ এর মটর হটাৎ কেহুড় ভাঙ্গা এলাকায় আসলে উলটো পথে আসা এক মটর সাইকেলের সাথে সংঘর্ষ লেগে যায়।
ঘটনা স্থলে ২জন আহত হয় ।আহত দুজন কে ফেলে ঐমটর সাইকেল টি মুর্হুরতের ভিতরে পালিয়ে যায় । আহত জামাল হোসেন (৩৫) গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পরে থাকেন তারে রেখে তার সঙ্গে থাকা বাইক চালক সজল (৩০) তিনি মটর সাইকেল রেখে পালিয়ে যায় অন্য এক মটর সাইকেল চড়ে ।
প্রায় আধা ঘন্টা পর পথ যাত্রী ভেনগাড়ি চালক তারা দেখতে পান রাস্তার পাশে শুয়ে আহত জামাল চিৎকার করছে পরে ভেন চালক সহ কয়েক জন যুবক মিলে আহত জামাল কে ভেনগাড়িতে
চড়িয়ে ডামুড্যা সদর হাসপাতালে নিয়ে আসেন এবং জরুরী বিভাগে ভর্তি করেন জামাল হোসেন এর সারা শরিলে ক্ষত বিক্ষত হয়,এবং মাথায় প্রচন্ড ভাবে আহত হন ।
জরুরী বিভাগের নার্স আহত জামালের শরীলের ক্ষত বিক্ষত স্থান গুলো পরিস্কার করে ব্যান্ডিস করে দেন,তার মাথা ফেটে যায় হাটু, হাত ও পা ক্ষত বিক্ষত হয় এবং তার নাক ফেটে প্রচন্ড ভাবে রক্তক্ষন হয় ।এক ঘন্টা পর আহত জামালের আত্মীয় স্বজন আসলে তারে হাসপাতে বেডে ভর্তি করেন ।