শরীয়তপুর এবার প্রেমের টানে তাইওয়ানের মেয়ে সহ তার পরিবার

- আপডেট সময় : ০৪:২৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ৪৩৬ বার পড়া হয়েছে
আবুআলমঃ শরীয়তপুর প্রতিনিধি
প্রেম মানে না ধর্ম বর্ন কোন কিছুই তেমনি এবার তাইওয়ান থেকে মেয়ে লিইউহুই (৩২)সহ তার বাবা মা ও ভাই কে নিয়ে চলে আসলেন শরীয়তপুর নড়িয়া উপজেলায় ৮নং ওয়ার্ড পশ্চিম লোন শিং গ্রামে মৃত জামাল উদ্দিন ছৈয়ালের ছেলে রমজান ছৈয়ালের( ৩৯) বাড়িতে । গত সোমবার তার পরিবার নিয়ে বাংলাদেশে এসে আদালতে গিয়ে আইন জিবির মাধ্যমে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেন তার নাম লিইউ হুই নাম পরিবর্তন করে নাম রাখেন নিনা ছৈয়াল । গত মঙ্গল বার বাড়িতে চলে আসেন বুধ বারে গায়ে হলুদ এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিয়ের কাজ সম্পূর্ন করা হয় । ছয় বছর আগে রমজান বাংলাদেশ ছেড়ে জীবিকার জন্য মালদ্বীপে যান এবং সেখানে একটি কম্পানিতে ছেলে এবং মেয়ে চাকরি করেন পরে আবার দুজন ডুবাই গিয়ে আরেক টি কম্পানিতে চাকরি করেন এই ভাবেই তারা তাদের সম্পর্ক গড়ে তুলেন । প্রথমে বন্ধুত্ব পরে প্রেমের সম্পর্ক হয় ডুবাই থেকে নিনা তার দেশের বাড়ি চলে যায় এবং রমজান চলে আসে বাংলাদেশে উভয় মোবাইলের মাধ্যমে যোগাযোগ রাখেন পরিবারের মতামত নিয়েই সিদ্দান্ত নেয়া হয়
এবং মুসলিম নিয়ম নিতিতে তাদের বিয়ে হয় ।