শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় স্বামী,স্ত্রী দুই মাদক ব্যবসায়ী ইয়াবা সহ গ্রেফতার।

- আপডেট সময় : ০৮:৩০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ৪৩২ বার পড়া হয়েছে
শরীয়তপুর প্রতিনিধিঃ আবু আলম
শরীয়তপুর গোসাইর উপজেলা উত্তর হাটুরিয়া থেকে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন গোসাইর হাট থানার পুলিশ , আটক ক্রিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৬৪ পিচ ইয়াবা টেবলেট পাওয়া গেছে ।
গোসাইর হাট থানার কর্মকর্তা বলেন গোপন খবর পেয়ে
বৃহস্পতিবার রাত ১টার দিকে এস আই মতিউর রহমান এর নৃত্বিতে ,এস আই মনিরুজ্জামন ,এস আই তানভীর এস আই সোহেল সহ গোসাইর হাট থানার পুলিশ টিম
গোসাইর হাট উত্তর হাটুরিয়া সায়েলা তালা গ্রামের বসত বাড়ি থেকে গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হয় । আটক কৃত আসামীরা হলো উত্তর হাটুরিয়ার মৃতঃ মোহাম্মদ খালেক ঢালীর ছেলে সেন্টু ঢালী ও তার স্ত্রী রুবিনা বেগম । গোসাইর হাট থানার কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক বলেন গোসাইর হাট থানা মাদক মুক্ত করতে গোপন সূত্রে অভিযান চালিয়ে
দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে এই মাদক মুক্ত অভিযান চলমান থাকবে গোসাইর হাট থানা মাদক মুক্ত করতে ।