শরীয়তপুর টু ঢাকা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় আহত ৩০ জন

- আপডেট সময় : ১১:৪৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / ৪৫৬ বার পড়া হয়েছে
শরীয়তপুর প্রতিনিধিঃ আবুআলম
শরীয়তপুর টু ঢাকা মহসড়কে যাত্রী সহ বি আর টি সি বাস খাদে পরে উল্টে যায় এতে আহত হয় অন্তত ৩০ জন আহতদের কে শরীয়তপুর সদর হাসপাতাল এবং জাজিরা হাসপাতালে পেরন করা হয় । সড়ক দূর্ঘটনায় এই বি আর টি সি বাসে কোন নিহতর কোন খবর পাওয়া যায় নাই তবে বাসের নিচে যাত্রী চাপা পরে আছে কিনা যায়না যায় নাই । ১৭/১১ বৃহস্পতিবার দুপুরে একটি বি আর টি সি বাসটি ডামুড্যা থেকে ঢাকার পথে রোয়ানার হয়ে জাজিরার কাছে নড়িয়া উপজেলায় রাজনগর ইউনিয়নের জামতালা বেলী ব্রিজের মধ্যস্থলে বি আর টি সি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে উলটে যায় যাত্রী সহ । ঘটনাস্থলে কাছা কাছি জমিনে কৃষকরা কাজ করছিলেন তাদের নজরে পরে যায় তাই দ্রুত স্থানীয় লোক জন সাথে সাথে বাস থেকে সকল যাত্রী দের বাহির করে ফেলেন এবং আহতদের হাসপাতালে পেরন করেন ,গুরুতর অবস্থা যাদের তাদের কে শরীয়তপুর হাসপাতালে পেরন করেন যাদের অবস্থা সল্প আহত তাদের কে জাজিরা হাসপাতালে পেরন করেন । দূর্ঘটনার ঘন্টা খানেক পরে শরিয়তপুর সদর ও জাজিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসেন ।শরীয়তপুর ও জাজিরা ফায়ার সার্ভিস আসার আগেই এলাকা বাসিরা বাস থেকে সব যাত্রীদের কে উদ্ধার করে ফেলেন ।বাসের নিচে কেউ চাপা পরে আছে কিনা তা এ বিষয়টি নিশ্চিত এখনও পর্যন্ত সম্ভব হয় নাই । শরীয়তপুর জেলায় একের পর এক সড়ক দূর্ঘনায় কবলিত হচ্ছে এর রহস্য কি ? শরীয়তপুর পদ্মা সেতু আছে কিন্তু সেই সেতু থেকে যানবহন স্বাভাবিক ভাবে চালার মত কোন সড়ক নেই ,প্রতিটা সড়ক সরু এবং চিকন পাশা পাশি দুইটা গাড়ি এক সাথে পার করা বড় ভয়ংকর । শরীয়তপুর জেলা দ্রুত উন্নত মানের সড়ক নির্মান করা উচিৎ তা না হলে সড়ক দূর্ঘটনা কমানো সম্ভব নয় ।