শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
শরীয়তপুর ডামুড্যা আদর্শ লাইব্রেরী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুই জন গ্রেফতার

আবুআলমঃ শরিয়তপুর জেলা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:২৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
- / ৪০২ বার পড়া হয়েছে
আবুআলমঃ শরিয়তপুর জেলা প্রতিনিধিঃ
গতকাল সন্ধ্যা ৮টার দিকে গোপন খবর পেয়ে ডামুড্যা থানার পুলিশ গালর্স স্কুলের সামনে ডামুড্যা বাজার আদর্শ লাইব্রেরীতে অভিযান চালিলে আদর্শ
লাইব্রেরীর মালিক (১)আপেল মাহমুদ (৩৯)
(২) সুমন ফকির (২৮) এই দুই জন কে ১০০ পিচ ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করে ডামুড্যা থানার পুলিশ ।
অভিযুক্ত আসামী আপেল মাহমুদ ডামুড্যার সকলের পরিচিত ডামুড্যা প্রথম শ্রেনীর সুশীল আঃ কাদের মুন্না ভাই এর স্নেহের ছোট ভাই । ডামুড্যা এলাকাবাসীর দাবী মাদক মুক্ত ডামুড্যা চাই ,মাদক ব্যবসায়ী আপেল মাহমুদ ও সুমন ফকিরের পিছনে কারা বড় বড় রগব বোয়াল যেন ধরা ছোঁয়ার বাহিরে না থাকে মাদকের শিকড় সহ গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবী এবং মাদক মুক্ত গড়তে ডামুড্যা উপজেলার প্রশাসন বিভাগের কাছে বিনিত অনুরুধ করছেন এলাকা বাসী।