শরীয়তপুর ডামুড্যা উপজেলা সৈয়দবস্তা গ্রামে আর্জেটিনা বাড়ি।

- আপডেট সময় : ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ৭১৫ বার পড়া হয়েছে
শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ- আবু আলম
নভেম্বর আনন্দো উৎফুল্যর মাস আগামী ২০ নভেম্বর ২০২২ শুরু হতে যাচ্ছে ফিফা
ফুটবল বিশ্ব কাপ উন্মদনায় মেতে উঠেছে সমগ্র বিশ্ব তার সাথে সাথে থেমে নেই লাল সবুজের বাংলাদেশ । ফুটবল প্রেমী সহ সকল শ্রেনী পেশার মানুষ । বিশ্বকাপ ফুটবল গিরে চলছে নানা আয়োজন প্রিয় দলের প্রতি ভালোবাসা দেখাতে কার্পন্যতা করছে না কেউ বাসা বাড়ির ছাদে সড়কের উপরে বিভিন্ন যানবহনে এবং নিজে জার্সি পরে প্রিয় দলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন দেশের পতেকার আদলে । পক্ষ/বিপক্ষ সবাই নিজেকে জানান দিছে নিজেকে বিভিন্ন ভাবে , তেমনি একজন আর্জেন্টিনার ভক্ত শরীয়রপুর ডামুড্যা উপজেলার সৈয়দ বস্তা গ্রামের মোঃরিপন (টাইগার) সম্পূর্ন বাড়িটা আর্জেন্টিনার পতেকার আদলে রং করেছেন । এলাকাবাসি রা জানা যে ডামুড্যা,ভেদরগঞ্জ
গোসাইর হাট শরীয়তপুরের ভিতরে এই রং এর বাড়ি দেখা যায় নাই । আর্জেন্টিনার ভক্ত মোঃ রিপনের দলের প্রতি এই ভালোবাসা সকলের নজর কাড়বে ,আর্জেন্টিনা প্রিয় ফুটবল প্রেমীরা আশাবাদী ২০২২সালের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ান আর্জেন্টিনা হবে ।