শরীয়তপুর ডামুড্যা উপজেলা গফুর চানঁ পাগলের ৪৩ তম বাৎসরিক ওরশ মাহফিল পালন

- আপডেট সময় : ০৬:১৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ৫৮৩ বার পড়া হয়েছে
শরীয়তপুর প্রতিনিধি আবুআলমঃ
শরীয়তপুরের ঐতির্য্যবাহী ডামুড্যা উপজেলা কনেশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ড উঃ সৈয়দ বস্তা গ্রামে দীঘির পাড় গফুর চানঁ পাগলের আস্তানায় শরীফে ৪৩ তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয় ।
পাগল গফুর চানঁ আস্তানার ময়দানে বাদ মাগরিব জিকির ,দোয়ার মাধ্যমে শুরু করেন পরে বাদ এশা বাউল গানের মাধ্যমে গভীর রজনী পার করেন ।এ সময় পাগল গফুর চান মামার হাজার হাজার ভক্ত ও আশেকানে ময়দান পরিপূর্ন হয়ে যায় ।
ওরশ মাহফিলের আহবায়ক জনাব,আফজাল হোসেন বেপারী বলেন দৃর্ঘ্যবহু বছর ধরে পালন করে আসতেছেন এই ওরশ মাহফিল সেই ধারাবাহিকতায় আমরা এটি পালন করে আসতেছি । প্রতিবছর অগ্রহায়ন মাসে শেষের দিকে ২০-৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হয় । প্রতেকটি মাহফিল সম্পূর্ন্য জামেলা মুক্ত নিরাপদ ভাবে পালন হয়ে আসতেছে। পবিত্র ওরশ মাহফিল এর প্রধান অতিথি ছিলেন:আলহাজ্ব নাহিম রাজ্জাক (এম পি) শরীয়তপুর -৩
বিশেষ অতিথি: ছিলেন জনাব আঃরশিদ গোলন্দাজ
ভাইস চেয়ারম্যান ডামুড্যা উপজেলা ,
সভাপতি: জানাবঃ আনিসুর রহমান বাচ্ছু মাদবর কনেশ্বর ইউপি চেয়ারম্যান ।
সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত বাউল গানের মধ্যে দিয়ে বাৎসরিক ওরশ মাহফিল
পালন করা হলো । মাহফিলে সারা রাত বাউল গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত বাউল শিল্পি মীনা পাগলী ,বাউল শান্তা এবং চিশতী কালাজ দেওয়ান সহ আরও অনেক শিল্পীবৃন্দ,এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার সকল চেয়ারম্যান গন । জনাব আনিসুর রহমান বাচ্চু কনেশ্বর ইউনিয়ন পরিষদ , আবুল হোসেন মোল্লা ইসলামপুর ইউনিয়ন পরিষদ, সৈয়দ আব্দুল হাদী জিল্লু সিড্ডা ইউনিয়ন পরিষদ ,লিটন পারভেজ পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদ , গোলাম মাওলা রতন ধানকাঠি ইউনিয়ন পরিষদ । সার্বিক দায়িত্বে ছিলেন সুলতান আলম হাওলাদার ,দেলোয়ার বেপারী ,সেকান্দার বেপারী,কাসেম বেপারী ,আফজাল বেপারী,রুহুল আমিন ঢালী সহ আরও অনেকে, ওরশ মাহফিল এর সার্বিক ব্যবস্থাপনায় অত্র এলাকার যুব সমাজ এবং পাগল গফর চাঁন ভক্ত আশেকান । পাগল গফুর চানঁ দরবার শরীফের জন্য সহযোগীতা কামনা করেন ওরশ মাহফিল বাস্তবায়ন পরিষদের নেতাবর্গগন ।
রাত ৪টা শেষ রজনী দেশ ও জাতীর শান্তি কামনা করে আখেরী মোনাজাত ও তবারক
বন্টনের মধ্যে দিয়ে পবিত্র ওরশ মাহফিল সম্পন্ন হয় ।