শরীয়তপুর ডামুড্যা উপজেলায় মহান বিজয় দিবস পালন ও বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা

- আপডেট সময় : ০৪:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ৪১৭ বার পড়া হয়েছে
আবুআআলমঃ শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরন, প্রায় তিন শতাধিকে বেশি মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রয়াত পরিবারের সদস্যদের কে সংবর্ধনা এবং সম্মাননা দেয়া হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি নাহিম রাজ্জাক (এম পি শরীয়তপুর -৩) তিনি বক্তব্য রাখেন তিনি মুক্তিযোদ্ধাদের কেন্দ্রকরে বলেন আমাকে এমপি বা সংসদ সদস্য মনে করিবেন না আমি আপনাদের সন্তান আমার বাবা একজন বীর মুক্তি যোদ্ধা ছিলেন আমার ঘরের দরজা সব সময় খোলা থাকবে আপনাদের জন্য । জাতীয় বীর সন্তান নাহিম রাজ্জাক এমপি তিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ তার পরিবার,শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
মুক্তিযোদ্ধাদের কাছে অনুরোধ জানিয়ে নাহিম রাজ্জাক বলেন,যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে তাদের ষড়যন্ত্রের জবাব দেবেন আপনারা। যারা দেশকে ভালোবাসে না, যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, তারাই বার বার ডিসেম্বর মাসকে কলঙ্কিত করতে চায়। আপনাদের সঙ্গে নিয়ে সব অপশক্তি রুখে দেবো।
অনুষ্ঠানের আরও ভক্তব্য রাখেন ডামুড্যা উপজিলার চেয়ারম্যান জনাব,আলমগীর হোসেন মাঝী ,অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ,ডামুড্যা থানা ভাইস চেয়ার ম্যান রশিদ গোলন্দাজ,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম সহ আরও অনেকে বক্তব্য প্রধান করেন ,অনুষ্ঠানে আরও যারা ছিলেন বীর মুক্তি যোদ্ধ হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল , সাধারন সম্পাদক ডামুড্যা থানা বাবলু সিকদার ,আনিসুর রহমান বাচ্ছু মাদবর (কনেশ্বর ইউপি),আবুল মোল্লা( ইসলাম পুর ইউপি) সহ প্রমুখ।