ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনামঃ
Logo ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমনে কৃষক আহত Logo ”স্মৃতিতে রবে চিরদিন ” (সালমান শাবনূর অমর জুটি) Logo শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত Logo ডোমারে রুপসা ট্রেনের সাথে মিতালী ইঞ্জিনের মুখোমুখি সংর্ঘষ Logo আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বই বিতরন অনুষ্ঠিত হয় Logo দিনাজপুরে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর Logo টাঙ্গাইলের বাসাইলে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত Logo সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পদক পেলেন মোজাম্মেল হোসেন বাবু Logo কালিহাতিতে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে হামিদপুরের ব্যাটারী বাবলু সাহা Logo দিনাজপুরের বিরলে পূর্ণ ভবা নদীর পানিতে তলিয়ে যাওয়ার চার দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ
বিজ্ঞপ্তিঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে

শরীয়তপুর ডামুড্যা পৌরসভা ৪নং ওয়ার্ড পশ্চিম কুলকুড়ি গ্রামে ৩৫ বছর আগের স্কুল এখন গরু ছাগল বসত করে

শরীয়তপুর প্রতিনিধিঃ আবুআলম
  • আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / ৩৭৭ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধিঃ আবুআলম

শরীয়তপুর ডামুড্যা পৌরসভার ৪নং ওয়ার্ড পশ্চিম কুলকড়ি গ্রামে ১৯৮৭ সালে একটি স্যাটেলাইট ৪ কক্ষ বিশিষ্ট একটি বিদ্যালয় নির্মান করেন কিছুদিন বিদ্যালয় চলার পর বন্ধ হয়ে যায় বিদ্যালয় টি পরিচালকের অভাবে । পশ্চিম কুলকড়ি গ্রামের এই বিদ্যালয়েটি অর্ধ সরকারী ভাবে বেশ কিছু দিন চলছিলো এখন এই বিদ্যালয়টি পরিতাক্ত ভবন হিসাবে পরিচিত যেখানে গরু ছাগল বসবাস করে । পশ্চিম কুলকুড়ি ৪নং ওয়ার্ড প্রায় ২৩ শত ভোটার আছে নির্বাচিত পৌর ওয়ার্ড কমিশনার সহ পৌর মেয়র জনপ্রতি নিধি থাকার পরে ও এলাকার রাস্তাঘাট গুলো বেহাল দশা ভাংচুর যান বহনের অযোগ্য হয়ে পরছে এলাকার সড়ক গুলো ,এলাকায় বিদুৎ আছে কিন্তু নেই কোন শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান । এলাকার সড়ক গুলো অনেক বছর আগে নির্মান করেছে তার পর বছরের পর বছর চলে গেছে হয় নাই কোন পুন্যরায় মেরামত ভেঙ্গেচুরে হয়ে আছে একাকার পশ্চিম কুলকুড়ি গ্রামের যেমন শিক্ষা ব্যবস্থা তেমন এলাকার রাস্তাঘাট গুলো । ওয়ার্ড কমিশনার বাচ্চু মাদবর এবং পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল তারা দেখে ও দেখছেন না । ৪নং ওয়ার্ড পশ্চিম কুলকড়ি পরিতাক্ত বিদ্যালয় টি নিয়ে মুখ খুললেন মোঃ শহিদ উল্যা খান তিনি বললেন ১৯৮৮ সালে বর্ন্যা হয়েছিলো তার আগে এই বিদ্যালয়ের জন্য আমার বাপ চাচা সহ আমরা বিদ্যালয়ের জন্য ২৮ শতাংশ জমি দান করেদেই সেখানে পাকা ভবন নির্মান হয় কয়েক মাস ছাত্র/ছাত্রী ও শিক্ষক সবই ছিলো তার পর হটাৎ বন্ধ হয়ে যায় বিদ্যালয়টি পরিচালকের অভাবে আজ থেকে প্রায় ৩৫ বছর ধরে এই ভাবে পরে আছে স্কুল নামে পরিতাক্ত ভবন হিসাবে ,আমি নিজে ৩৫ বছর ধরে বিভিন্ন দপ্তরে দৌড়া দৌড়ি করে নিজের ব্যক্তিগত ২/৩ লাখ টাকা ব্যায় করি বিভিন্ন ভাবে । সচিবালয় ,মন্ত্রানালয়, শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে হেটে জুতার তলা ক্ষয় করছি, স্থানীয় এম পি,মন্ত্রী সবাই ব্যর্থ আমরা এখন হয়েছি ক্লান্ত ।বৃদ্ধ শহিদ উল্যা খান বলেন আমার একটা দাবী ? হয় এখানে স্কুল পুন্যরায় চালু করা হউক নয় স্কুলটি ভেঙ্গে তাদের জমি তাদের কে ফিরৎ দেয়া হউক যেহেতু এখানে স্কুল হচ্ছে না স্থানীয় এলাকার জন প্রতিনিধি ,এমপি, সরকার সবাই ব্যর্থ তাইলে তাদের জমি কেন এই ভাবে পরে থাকবে । শহিদ উল্যা খান তিনি আরও বললেন আমাদের এখানে যদি বিদ্যালয়টি আবার সরকারী ভাবে চালু করা হয় তাহলে আমাদের বাকি যে জমি আছে স্কুলের সাথে আমরা তা দান করে দিবো স্কলের জন্য তার পর ও আমরা চাই এই গ্রামে একটি স্কুল হউক শিক্ষার আলোতে আলোকিত হউক পশ্চিম কুলকুড়ি । নিরক্ষর মুক্ত হউক আমাদের গ্রাম পশ্চিম কুলকড়ি থেকে ১কিলো মিটার এর বেশি দূরে প্রাইমারী স্কুল এখানে সবাই যেতে পারে না বা সম্ভব নয় আমাদের গ্রামে এই স্কুলটি খুব জরুরী তাই সরকারী করন করে আবার চালু করার দাবী জানাছি পৌর মেয়র সহ এম পি সাহেবের সু-দৃষ্টি আকর্ষন করছি ।

নিউজটি শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শরীয়তপুর ডামুড্যা পৌরসভা ৪নং ওয়ার্ড পশ্চিম কুলকুড়ি গ্রামে ৩৫ বছর আগের স্কুল এখন গরু ছাগল বসত করে

আপডেট সময় : ০৫:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

শরীয়তপুর প্রতিনিধিঃ আবুআলম

শরীয়তপুর ডামুড্যা পৌরসভার ৪নং ওয়ার্ড পশ্চিম কুলকড়ি গ্রামে ১৯৮৭ সালে একটি স্যাটেলাইট ৪ কক্ষ বিশিষ্ট একটি বিদ্যালয় নির্মান করেন কিছুদিন বিদ্যালয় চলার পর বন্ধ হয়ে যায় বিদ্যালয় টি পরিচালকের অভাবে । পশ্চিম কুলকড়ি গ্রামের এই বিদ্যালয়েটি অর্ধ সরকারী ভাবে বেশ কিছু দিন চলছিলো এখন এই বিদ্যালয়টি পরিতাক্ত ভবন হিসাবে পরিচিত যেখানে গরু ছাগল বসবাস করে । পশ্চিম কুলকুড়ি ৪নং ওয়ার্ড প্রায় ২৩ শত ভোটার আছে নির্বাচিত পৌর ওয়ার্ড কমিশনার সহ পৌর মেয়র জনপ্রতি নিধি থাকার পরে ও এলাকার রাস্তাঘাট গুলো বেহাল দশা ভাংচুর যান বহনের অযোগ্য হয়ে পরছে এলাকার সড়ক গুলো ,এলাকায় বিদুৎ আছে কিন্তু নেই কোন শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান । এলাকার সড়ক গুলো অনেক বছর আগে নির্মান করেছে তার পর বছরের পর বছর চলে গেছে হয় নাই কোন পুন্যরায় মেরামত ভেঙ্গেচুরে হয়ে আছে একাকার পশ্চিম কুলকুড়ি গ্রামের যেমন শিক্ষা ব্যবস্থা তেমন এলাকার রাস্তাঘাট গুলো । ওয়ার্ড কমিশনার বাচ্চু মাদবর এবং পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল তারা দেখে ও দেখছেন না । ৪নং ওয়ার্ড পশ্চিম কুলকড়ি পরিতাক্ত বিদ্যালয় টি নিয়ে মুখ খুললেন মোঃ শহিদ উল্যা খান তিনি বললেন ১৯৮৮ সালে বর্ন্যা হয়েছিলো তার আগে এই বিদ্যালয়ের জন্য আমার বাপ চাচা সহ আমরা বিদ্যালয়ের জন্য ২৮ শতাংশ জমি দান করেদেই সেখানে পাকা ভবন নির্মান হয় কয়েক মাস ছাত্র/ছাত্রী ও শিক্ষক সবই ছিলো তার পর হটাৎ বন্ধ হয়ে যায় বিদ্যালয়টি পরিচালকের অভাবে আজ থেকে প্রায় ৩৫ বছর ধরে এই ভাবে পরে আছে স্কুল নামে পরিতাক্ত ভবন হিসাবে ,আমি নিজে ৩৫ বছর ধরে বিভিন্ন দপ্তরে দৌড়া দৌড়ি করে নিজের ব্যক্তিগত ২/৩ লাখ টাকা ব্যায় করি বিভিন্ন ভাবে । সচিবালয় ,মন্ত্রানালয়, শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে হেটে জুতার তলা ক্ষয় করছি, স্থানীয় এম পি,মন্ত্রী সবাই ব্যর্থ আমরা এখন হয়েছি ক্লান্ত ।বৃদ্ধ শহিদ উল্যা খান বলেন আমার একটা দাবী ? হয় এখানে স্কুল পুন্যরায় চালু করা হউক নয় স্কুলটি ভেঙ্গে তাদের জমি তাদের কে ফিরৎ দেয়া হউক যেহেতু এখানে স্কুল হচ্ছে না স্থানীয় এলাকার জন প্রতিনিধি ,এমপি, সরকার সবাই ব্যর্থ তাইলে তাদের জমি কেন এই ভাবে পরে থাকবে । শহিদ উল্যা খান তিনি আরও বললেন আমাদের এখানে যদি বিদ্যালয়টি আবার সরকারী ভাবে চালু করা হয় তাহলে আমাদের বাকি যে জমি আছে স্কুলের সাথে আমরা তা দান করে দিবো স্কলের জন্য তার পর ও আমরা চাই এই গ্রামে একটি স্কুল হউক শিক্ষার আলোতে আলোকিত হউক পশ্চিম কুলকুড়ি । নিরক্ষর মুক্ত হউক আমাদের গ্রাম পশ্চিম কুলকড়ি থেকে ১কিলো মিটার এর বেশি দূরে প্রাইমারী স্কুল এখানে সবাই যেতে পারে না বা সম্ভব নয় আমাদের গ্রামে এই স্কুলটি খুব জরুরী তাই সরকারী করন করে আবার চালু করার দাবী জানাছি পৌর মেয়র সহ এম পি সাহেবের সু-দৃষ্টি আকর্ষন করছি ।

নিউজটি শেয়ার করুন