শীতকালীন পিঠা উৎসব ও মেলার উদ্বোধন

- আপডেট সময় : ০৮:২০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ৩৭৯ বার পড়া হয়েছে
মোঃ ইব্রাহিম খলিলঃ স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)
ময়মনসিংহে তিনদিন ব্যাপী শীতকালীন মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর টাউনহল প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।
তিনি বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়নের প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। এক সময় বাঙালির যে কোনো উৎসব আনন্দে মিশে থাকত রকমারি পিঠা আজ অনেকটাই হারাতে বসেছে এটি বঙগালির সংস্কৃতির ঐতিহ্যর সাথে সম্পৃক্তি ছিল। তাই নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে বেশি বেশি এই ধরনের উৎসবের আযোজন করতে হবে। অনলাইন বিজনেস ভিত্তিক সংগঠন ই- কমার্স পয়েন্ট অ্যান্ড শপিং কার্ড (ইপিএসসিএম) এর উদ্যোগে মেলায় ৩৪টি স্টল বসেছে। মেলায় বিভিন্ন দেশীয় পণ্য, মেয়েদের পোশাক ও তৈরি পিঠা বিক্রি করা হচ্ছে।
ইপিএসসিএম এর অ্যাডমিন ইশরাত দৌলা ইমা বলেন, অনলাইনে যেসকল নারী উদ্যোক্তারা কাজ করছেন তাদের নিয়েই এই আয়োজন। মেলায় দর্শানার্থী ও ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন পণ্য ও পিঠা সরবরাহ করা হয়েছে।