শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী শীত বস্ত্র বিতরণ

- আপডেট সময় : ০৫:১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- / ৩৭৮ বার পড়া হয়েছে
মোঃ বিল্লাল হোসেনঃ শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তরখান কনফিডেন্স ট্রেনিং ইন্সটিটিউট চেয়ারম্যান ইকবাল করিমের আর্থিক সহায়তায় ও স্থানীয় সমাজসেবক মোঃ রকিবুল ইসলাম রোকনের সার্বিক তত্বাবধানে উপজেলার কাংশা ইউনিয়নের
গাজনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আদিবাসী লোকজনের মাঝে এসব শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। কাংশা ইউনিয়ন পরিষদ সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোঃ আনার উল্লাহ আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবক রফিকুল ইসলাম ছানা,স্থানীয় ইউপি সদস্য মোঃ গোলাপ হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তৃণলা ম্রং, নলকুড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেত্রী বাগাতী,উপজেলা যুবলীগ সদস্য মেহেদী হাসান আকতার প্রমুখ।
প্রসঙ্গত: শীত বস্ত্র বিতরণ শেষে সমাজ সেবক রকিবুল ইসলাম রোকন সাংবাদিকদের বলেন উত্তরখান কনফিডেন্স ট্রেনিং ইন্সটিটিউট চেয়ারম্যান ইকবাল করিমের আর্থিক সহায়তায় কাংশা ও ঝিনাইগাতী সদর ইউনিয়নসহ ৩ শতাধিক লোকের মাঝে এসব শীত বস্ত্র করা হয়েছে।
উত্তরখান কনফিডেন্স ট্রেনিং ইন্সটিটিউট চেয়ারম্যান ইকবাল করিমের আর্থিক সহায়তায় শীত বস্ত্র পেয়ে সীমান্তবর্তী পাহাড়ি এলাকার আদিবাসী সহ প্রত্যেক উপকারভোগীরা সন্তুষ্ট হয়ে সকলের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।