শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
শেরপুরের ঝিনাইগাতীতে শীতবস্ত্র বিতরণ ইউপি সদস্য রহমত আলীর

মোঃ বিল্লাল হোসেনঃ শেরপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / ৩৭৬ বার পড়া হয়েছে
মোঃ বিল্লাল হোসেনঃ শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ইউপি সদস্য রহমত আলীর উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কাংশা ইউনিয়ন ১ নং ওয়ার্ডে এসব কম্বল বিতরণের আয়োজন করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রম শেষে ইউপি সদস্য রহমত আলী তিনি সাংবাদিকদের বলেন,”ইউনিয়ন পরিষদ থেকে ১০ টি কম্বল বরাদ্দ পেয়ে প্রথমে সেগুলো তার ওয়ার্ডের লোকজনের মাঝে বিতরণ করা হয়।
তবে শীতার্থদের সংখ্যা বেশী হওয়ায় কম্বল বিতরণে হিমশিম খেতে হয় তার। এরপর অসহায় হতদরিদ্র দুঃস্থদের তালিকা প্রস্তুত করে নিজস্ব অর্থায়নে আরও শতাধিক কম্বল বিতরণ করেন তিনি।এসময় তার সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।