শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
শেরপুরের নকলায় ভেজাল মশলা তৈরির অভিযোগে মিল মালিককে জরিমানা

মোঃ বিল্লাল হোসেনঃ বিশেষ প্রতিনিধি (শেরপুর)
- আপডেট সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ৩৮৮ বার পড়া হয়েছে
মোঃ বিল্লাল হোসেনঃ বিশেষ প্রতিনিধি (শেরপুর)
শেরপুরের নকলায় ভেজাল মশলা তৈরির অভিযোগে মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৮ জানুয়ারি রবিবার দুপুরে নকলা পৌরশহরের উত্তর বাজার জোড়াব্রীজ সংলগ্ন একটি হলুদ, মরিচ ও ডাল ভাঙা মিলে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিহাবুল আরিফ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিহাবুল আরিফ জানান মিল মালিক মোজাম্মেল হক (৫০) দীর্ঘদিন ধরে হলুদ ও মরিচের সাথে চাউলের খুদ মিশিয়ে মশলা তৈরিও বিক্রেতাদের সহযোগিতা করেন। বিক্রেতারা সেই ভেজাল মশলা ভোক্তা পর্যায়ে সরবরাহ করেন।
এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় মিল মালিক মোজাম্মেলকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।