শেরপুরের নালিতা বাড়ীতে ১০২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- আপডেট সময় : ০৬:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ৪০৭ বার পড়া হয়েছে
মোঃ বিল্লাল হোসেনঃ শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ মোঃ হাবি হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ জামালপুর । গ্রেপ্তারকৃত হাবি নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি অভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া বাজারে বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী ১০২ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৫১হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামী মো. হাবি হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে।