শেরপুরের শ্রীবরদীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ৪০২ বার পড়া হয়েছে
মোঃ বিল্লাল হোসেনঃ শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) বিকালে উপজেলার গোপালখিলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের সভাপতিত্বে ও তরুন সমাজ সেবক শাকিল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জান, খড়িয়াকাজির চর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, তাতীহাটি ইউপি চেয়ারম্যান এভোকেট আব্দুর রউফ, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ফফরুজ্জামান প্রমুখ।
আলোচনা শেষে চাউলিয়া ফুটবল একাদশ বনাম পাকুরিয়া ফুটবল একাদশ খেলায় অংশ গ্রহন করে। এতে পাকুরিয়া ফুটবল একাদশ চাউলিয়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের শিরোপা অর্জন করে। শতশত দর্শক এ খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী দলের মাঝে ফ্রিজ বিতরন করা হয়। এছাড়াও রানার্স আপ দলের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।