সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধনকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ

- আপডেট সময় : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / ৩৮৮ বার পড়া হয়েছে
বই কিনে কেউ দেউলিয়া হয় না
মোঃ ইব্রাহিম খলিলঃ স্টাফ রিপোর্টার( ময়মনসিংহ)
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না। অলোকিত মানুষ গড়তে হলে বই পড়ার কোন বিকল্প নেই। ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে।শুক্রবার বিকেলে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসিম কুমার দে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, সংস্কৃতি মন্ত্রনালয়ের উপ-সচিব আসাদুজ্জামান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মুনসুর, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আব্দুর রউফ মোশারফ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান।প্রতিমন্ত্রী বই পড়ার গুরুত্ব আরোপ করে আরো বলেন, বই পড়ার মাধ্যমে শুধু জ্ঞানঅর্জনই নয়, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব। আজকে ছেলেমেয়েরা মোবাইল ও ফেসবুকে ঝুকে পড়ছে। এ থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তিনি ছাত্রছাত্রীদের ফাস্টফুড কিনে খাওয়ার অভ্যাস বাদ দিয়ে ঐ অর্থ দিয়ে বই কেনার পরামর্শ দেন।উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও অন্যান্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় ৬৮টি স্টল হয়েছে। এ মেলা আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।