শিরোনামঃ
বিজ্ঞপ্তিঃ
সরিষা হাই স্কুল মাঠে এমপি কাপ ফুটবল খেলায় উপস্থিত হয়ে ছিলেন বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী রুপম ইসলাম

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-
- আপডেট সময় : ০৪:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ৩৯৭ বার পড়া হয়েছে
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-
ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুব নেতা শামীম আহমেদ এর ব্যবস্থাপনায়,২ নম্বর ব্লকের মধ্যে ৮টি অঞ্চল নিয়ে এমপি কাপ ফুটবল খেলা হয় সরিষা হাই স্কুল মাঠে। আর সেই খেলার মধ্যে আগত সকল ফুটবল খেলা প্রেমীদের আনন্দ দিতে মঞ্চে উপস্থিত হয়ে ছিলেন বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী রুপম ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,২নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল,রফিক মোল্লা,বিমলেন্দু বৈদ্য,মইদুল ইসলাম,ডলি কয়াল সহ আরো অন্যান্যরা। বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী রুপম ইসলাম কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান ২নম্বর ব্লকের নেতৃত্ব রা।