সাজেকে বার্ষিক অভিভাবক সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০২:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ৪২৫ বার পড়া হয়েছে
রুপম চাকমাঃ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট উলুছড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে বার্ষিক অভিভাবক সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টান সম্পন্ন হয়েছে। একই সাথে ৫ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদের বিদায় সংবধর্না দেওয়া হয়েছে।
অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্তিত থাকেন সাজেক ইউনিয়নের ৫নং ওযার্ডের ইউপি সদস্য পরিচয় চাকমা ( মেম্বার) বিশেষ অথিতি হিসেবে উপস্তিত থাকেন সাবেক সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা। ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা আসনের মেম্বার সুমিতা চাকমা। উলুছড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাসেল চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও অভিভাবক বৃন্দ উপস্তিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অথিতি পরিচয় চাকমা বলেন শিক্ষা চারা একজন মানুষ চলার অনেক কঠিন। তিনি সকল অভিভাবকদের বলেন আপনার ছেলে মেয়ে সুশিক্ষায় গড়ে তুলতে চাইলে প্রথমে মা বাবাদের পরিশ্রম দিতে হবে। এবং নিজের ছেলে মেয়েদের প্রতিনিয়ত স্কুলে পাঠাতে এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলাও সাংস্কৃটির চর্জার ও উদ্দ্যোগ গ্রহন করা তাগিত দেওয়া হয়।
আলোচনা সভা আরো বক্তব্য রাখেন নেলসন চাকমা সাবেক ইউপি চেয়ারম্যান, রিপন চাকমা প্রধান শিক্ষক উলুছড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়, সত্যজিৎ চাকমা সহকারি শিক্ষক উলুছড়া সরকারি প্রার্থিক বিদ্যালয়।
আলোচনা শেষে শ্রেণীভিক্তিক মেধাও বার্ষিক উপস্তিত ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। এবং বিদায়ি ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের সংবধর্মনা প্রধান করা হয়।