সারাদেশের ন্যায় জুড়ীতে বই উৎসব পালিত

- আপডেট সময় : ০৭:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
জসিম উদ্দিনঃ জুড়ী উপজেলা প্রতিনিধি ( মৌলভীবাজার)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে আজ ১ লা জানুয়ারি ২০২৩ সারাদেশে বই উৎসব পালন করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।এরই ধারাবাহিকতায় জুড়ী উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় বই উৎসব পালন করা হয়। আজ সকাল ১০ টায় উপজেলা অধিনস্থ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহীদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা ভূমি অফিসার রতন কুমার অধিকারী,৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলা উদ্দিন,প্রাথমিক শিক্ষা অফিসার মইন উদ্দিন,জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ,বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম,গৌরাঙ্গ দেব নাথ,মোঃ মুহিবুর রহমান,হোসনারা বেগম,সেলিম আহমদ,নাজিরা আক্তার নাজু,সুজন রুদ্র পাল,মাছুম আহমদ,গৌছ উদ্দিন,অনুরাধা দে , শিউলি রানী,মিনতী রানী প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন খেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণির ছাত্রী তনিমা আক্তার, গীতা পাঠ করেন শর্মী রানী দাস।নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন যথাসময়ে বই দিতে পারাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন বর্তমান পাঠ্যপুস্তকে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।শিশুরা সুশিক্ষায় গড়ে উঠবে।বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া হয়।নতুন পাঠ্যবই পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি।