সিঙ্গাপুর প্রবাসী বড় ভাই কে নিয়ে বাড়ি ফেরা হলো না কাউছারের

- আপডেট সময় : ১১:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ৩৮২ বার পড়া হয়েছে
আবুআলমঃ বিশেষ প্রতিনিধি (শরিয়তপুর)
শরীয়তপুর ডামুড্যা মাঝির টেক মোড়ের ৬জন যাত্রী নিয়ে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে খাদের ভিতরে পরে উলটে যায় এবং পুকুরে পরে ভাসতে থাকে প্রাইভেটকার।
সিঙ্গাপুর প্রবাসী বড় ভাই কে নিয়ে বাড়ি ফেরার পথে ডামুড্যা উপজেলা কনেশ্বর মাঝির টেকের মোড়ে ঘন কুয়াশা থাকায় সড়কের নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেটকার পুকুরের ভিতরে পরে উলটে যায় এই সময় আহত হয় ৫জন এবং এক যুবক নিহত হয়, নিহতের নাম কাউছার আহম্মেদ (২৬) পিতাঃ বারেক মাঝি ,গ্রামঃ চর ভয়রা । আজ ০৩/০১/২৩ রাত দিবা গত তার প্রায় ৩টার দিকে ডামুড্যা কনেশ্বর ইউনিয়নের মাঝির টেক দূর্ঘটনা টি ঘটে ।
পুলিশ সূত্রে যানা যায় যে গত কাল কাউছার ও তার পরিবারে লোক জন তার বড় ভাই সিঙ্গাপুর প্রবাসী আলআমিন কে আনতে ঢাকা বিমান বন্ধরের উদ্দেশে গিয়ে তার প্রবাসী ভাই সহ সবাইকে নিয়ে রাতে বাড়ি ফেরার জন্য আসেন গভীর রাতে ঘন কুয়াশায়র কারনে ডামুড্যা উপজেলা কনেশ্বর মাঝির টেকে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায় এবং ঘটনা স্থলে কাউছার নামক এক যুবকের মিত্যু হয় তাহার আগামী মাসের ১২ তারিখে সিঙ্গাপুর যাবার সব কিছু প্রস্থুত ছিলো এবং ৬ জন আহত হয় ।
আহতদের কে পুলিশের ভ্যানে করে হাসপাতাল ভর্তি করা হয় গুরুতর অবস্থা যাদের তাদের উন্নত চিৎকিসার জন্য ঢাকা পেরন করা হয় ।
স্থানীয় এলাকা বাসিরা বলেন আমার গভীর রাতে চিৎকার শুনতে পাই ঘটনা স্থলে এসে দেখি গাড়ি পুকুরে ভাসতেছে আমরা তারা তারি তাদের কে গাড়ি থেকে বাহির করে হাসপাতালে পেরন করি ।
মাঝির টেক স্থানীয়রা অভিযোগ তুলেন সড়কের মোড়ে কোন সতর্কমূলক কোন ব্যার্নার বা সাইন বোর্ড ছিলো না তাই ড্রাইভার ভুল পথে গাড়ি ড্রাইভ করে ছিলেন
তাই দূর্ঘটনা টি ঘটে ।
ডামুড্যা ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার হাসেম সিকদার বলেন ,আমরা খবর পাওয়ার সাথে সাথে চলে আসি এবং সবাই কে উদ্ধার করে হাসপাতালে পেরন করি ।
ডামুড্যা থানার এস আই সফি উল্লা বলেন আমরা রাতে টহল অবস্থায় ছিলাম ঘটনা শোনার সাথে সাথে এসে পুকুর ভাসামান গাড়ি থেকে ৬জন কে বাহির করি এবং সবাই কে হাসপাতালে পেরন করি পথে কাউছার নামে এক যুবক মারা যায় ।