সড়ক দূর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

- আপডেট সময় : ০২:৪১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / ৪৮৫ বার পড়া হয়েছে
জসিম উদ্দিন, জুড়ী
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বাজারের বাসিন্দা রাজকি এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিমের ৪র্থ পুত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মিরাজুর রহমান মিরাজ(২২) মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে।
১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩ টায় রতনা চা বাগান এলাকার এলাপুর নামকস্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয়।
ঘটনার সাথে সাথে তার সঙ্গে থাকা মামাতো ভাই
তাকে নিয়ে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সিলেট নিয়ে যাত্রা পথে সে মারা যায়।
সরেজমিন দেখা যায়, ঘটনার পর ফুলতলা বাজারস্থ মিরাজের বাসায় গেলে দেখা যায় শুনশান নিরবতা। শতশত মানুষ মিরাজের মৃত্যুতে বাকরুদ্ধ। কেউ কথা বলতে পারছেনা।মেধাবি এই ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।