কালিহাতি পৌরসভায় উৎসব মুখরভাবে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ৪৬২ বার পড়া হয়েছে
শুভ সাহাঃ বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
সোমবার,সকাল:১১ঘটিকায় কালিহাতী পৌরসভা চত্বরে, আসন্ন শীত মৌসুমে গরীব ও দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপহার শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১৩৩কালিহাতি-৪ আসনের জনপ্রিয় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী এম.পি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতি পৌরসভার সু্যোগ্য মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।
বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হুসেইন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি পৌর আওয়মীলীগের সভাপতি আঃ মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ ও সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ সহ সকল রাজনৈতিক এবং সহযোগী সংগঠনের কর্মীবৃন্দ।